খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি ইউনুচ আলী মোড়লকে ভারতে পালানোর সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে একাধিক নাশকতা মামলার অভিযোগ রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ভারত পালিয়ে যাওয়ার সময় সোমবার সকালে তাঁকে আটক করা হয়।
আটক ইউনুচ আলী কপিলমুনির প্রতাপকাটী গ্রামের আব্দুল লতিফ মোড়লের ছেলে। তিনি কপিলমুনি ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে একাধিকবার ইউপি সদস্য নির্বাচিত হন এবং সম্প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, “আইনি প্রক্রিয়া শেষে ইউনুচ আলীকে পাইকগাছা থানায় আনা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।”
স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপোর্টার 















