আজ ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনির মৃত্যু

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রতিদিন বাড়ছে প্রাণহানির সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের আক্রমণে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৩৬৭ জনের বেশি। তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের টানা অভিযানে গাজায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৭৭ জনে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অথবা রাস্তায় পড়ে রয়েছেন, ফলে প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছেন অনেক ফিলিস্তিনি, যারা কেবল মানবিক ত্রাণ নিতে গিয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় এমন পরিস্থিতিতে ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩২ জন। চলতি বছরের ২৭ মে থেকে শুরু হওয়া এই ধরনের হামলায় এখন পর্যন্ত মোট ৮৭৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৫ হাজার ৬৬৬ জন।

চলতি বছরের জানুয়ারিতে একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৮ মার্চ থেকে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর গত চার মাসে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৪৩ জনে এবং আহত হয়েছেন প্রায় ২৮ হাজার মানুষ।

এদিকে গাজায় ইসরায়েলের অভিযানকে আন্তর্জাতিক মহল থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছর নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, এই সামরিক অভিযানকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) একটি মামলা চলমান রয়েছে।

 

মিথ্যার বিরুদ্ধে সত্যের সামাজিক সংগঠন গড়ে তুলি

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনির মৃত্যু

আপডেট টাইম : ১১:৫৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রতিদিন বাড়ছে প্রাণহানির সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের আক্রমণে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৩৬৭ জনের বেশি। তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের টানা অভিযানে গাজায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৭৭ জনে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অথবা রাস্তায় পড়ে রয়েছেন, ফলে প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছেন অনেক ফিলিস্তিনি, যারা কেবল মানবিক ত্রাণ নিতে গিয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় এমন পরিস্থিতিতে ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩২ জন। চলতি বছরের ২৭ মে থেকে শুরু হওয়া এই ধরনের হামলায় এখন পর্যন্ত মোট ৮৭৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৫ হাজার ৬৬৬ জন।

চলতি বছরের জানুয়ারিতে একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৮ মার্চ থেকে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর গত চার মাসে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৪৩ জনে এবং আহত হয়েছেন প্রায় ২৮ হাজার মানুষ।

এদিকে গাজায় ইসরায়েলের অভিযানকে আন্তর্জাতিক মহল থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছর নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, এই সামরিক অভিযানকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) একটি মামলা চলমান রয়েছে।

 

মিথ্যার বিরুদ্ধে সত্যের সামাজিক সংগঠন গড়ে তুলি