আজ ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১১৮ বার

সাতক্ষীরায় ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম ওজনের চার পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে সীমান্তের দিকে যাওয়ার পথে বৃহস্পতিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার সময় সদর উপজেলার ভোমরা ইউনিয়নের তেতুলতলা এলাকায় একটি ইজিবাইক থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারি নাম মো. রুহুল আমিন মুন্সি (৬৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত হানিফ মুন্সির ছেলে।

বিজিবি সূত্র জানায়, ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান ভোমরা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির একটি অভিযানিক দল ভোর রাতে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের তেতুলতলা এলাকায় কৌশলে অবস্থান নেয়। এসময় ভোর সাড়ে ৫টার দিকে একটি ইজিবাইক ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে বর্নিত স্থানে পৌছালে বিজিবি সদস্যরা ইজিবাইকে থাকা সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মো. রুহুল আমিন মুন্সীকে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ ৮০ হাজার টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম পিএসসি, জি, স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

আপডেট টাইম : ০৯:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

সাতক্ষীরায় ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম ওজনের চার পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে সীমান্তের দিকে যাওয়ার পথে বৃহস্পতিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার সময় সদর উপজেলার ভোমরা ইউনিয়নের তেতুলতলা এলাকায় একটি ইজিবাইক থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারি নাম মো. রুহুল আমিন মুন্সি (৬৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত হানিফ মুন্সির ছেলে।

বিজিবি সূত্র জানায়, ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান ভোমরা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির একটি অভিযানিক দল ভোর রাতে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের তেতুলতলা এলাকায় কৌশলে অবস্থান নেয়। এসময় ভোর সাড়ে ৫টার দিকে একটি ইজিবাইক ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে বর্নিত স্থানে পৌছালে বিজিবি সদস্যরা ইজিবাইকে থাকা সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মো. রুহুল আমিন মুন্সীকে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ ৮০ হাজার টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম পিএসসি, জি, স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।