আজ ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

তালায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রাচীরে সর্বহারাদের লেখায় আতঙ্কিত মানুষ!

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ১১৫ বার

তালা প্রতিনিধি: ‘লেলিনের জন্মদিনে আহ্বান, সংস্কার নয়, সর্বহারা বিপ্লবেই গণপরিত্রাণ- পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’ -তালা শিশুতীর্থ স্কুলের প্রাচীরে এটি লেখা হয়েছে। এরকম বিভিন্ন লেখা দেখা যাচ্ছে সাতক্ষীরার তালা উপজেলার নানান শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা-প্রাচীরে। এতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলতে গেলে কেউ কোনো মন্তব্যও করতে রাজি হননি।

তবে ২/১ জনের দাবি, এসাধারণ মানুষের ও সুশীল সমাজের ধারণা, সরকার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত সংগঠনসহ সর্বহারা দলের সদস্যরা আবারও একত্রিত হওয়ার পায়তারা করছে। এলাকায় অস্থিতিশীল করতে সর্বহারা পার্টি একত্রিত হচ্ছে বলে ধারণা সাধারণ মানুষের। প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা।

সরেজমিনে তালা শিশুতীর্থ স্কুল, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামকাটী ইউনিয়নের সুজনশাহা এলাকায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পক্ষে বিভিন্ন প্রাচীরে নানা ধরণের লেখা দেখা যায়।

তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রহমান রেন্টু বলেন, তালা উপজেলাকে অশান্ত করতে সর্বহারা পার্টি একত্রিত হওয়ার বিষয়টি জানান দিচ্ছে। এছাড়া কোন একটি বিশেষ গোষ্ঠীকে ঘায়েল করতে এটি করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের কাছে তিনি বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, গত ২/৩দিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে সর্বহারা পার্টির নামে যা লেখা হয়েছে তাতে জনমনে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে এটি কোন একটি গ্রুপের ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে মনে করেন তিনি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ব্যাপারে পুলিশ সতর্ক আছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, এক সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বিভিন্ন সময় চাঁদাবাজি, খুনখারাবির মত কার্যক্রম পরিচালনা করে আসছিল। সর্বহারাদের হাতে অনেকেই খুন হয়েছে, অনেকে হয়েছে নিঃস্ব। আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি এবং অভিযানের মাধ্যমে ধীরে ধীরে তারা কোণঠাসা হয়ে পড়ে। সম্প্রতি আবারো দেয়ালের লিখন এলাকায় অশুভ বার্তা দিচ্ছে বলে ধারণা করছে অনেকেই।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তালায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রাচীরে সর্বহারাদের লেখায় আতঙ্কিত মানুষ!

আপডেট টাইম : ১০:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

তালা প্রতিনিধি: ‘লেলিনের জন্মদিনে আহ্বান, সংস্কার নয়, সর্বহারা বিপ্লবেই গণপরিত্রাণ- পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’ -তালা শিশুতীর্থ স্কুলের প্রাচীরে এটি লেখা হয়েছে। এরকম বিভিন্ন লেখা দেখা যাচ্ছে সাতক্ষীরার তালা উপজেলার নানান শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা-প্রাচীরে। এতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলতে গেলে কেউ কোনো মন্তব্যও করতে রাজি হননি।

তবে ২/১ জনের দাবি, এসাধারণ মানুষের ও সুশীল সমাজের ধারণা, সরকার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত সংগঠনসহ সর্বহারা দলের সদস্যরা আবারও একত্রিত হওয়ার পায়তারা করছে। এলাকায় অস্থিতিশীল করতে সর্বহারা পার্টি একত্রিত হচ্ছে বলে ধারণা সাধারণ মানুষের। প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা।

সরেজমিনে তালা শিশুতীর্থ স্কুল, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামকাটী ইউনিয়নের সুজনশাহা এলাকায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পক্ষে বিভিন্ন প্রাচীরে নানা ধরণের লেখা দেখা যায়।

তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রহমান রেন্টু বলেন, তালা উপজেলাকে অশান্ত করতে সর্বহারা পার্টি একত্রিত হওয়ার বিষয়টি জানান দিচ্ছে। এছাড়া কোন একটি বিশেষ গোষ্ঠীকে ঘায়েল করতে এটি করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের কাছে তিনি বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, গত ২/৩দিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে সর্বহারা পার্টির নামে যা লেখা হয়েছে তাতে জনমনে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে এটি কোন একটি গ্রুপের ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে মনে করেন তিনি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ব্যাপারে পুলিশ সতর্ক আছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, এক সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বিভিন্ন সময় চাঁদাবাজি, খুনখারাবির মত কার্যক্রম পরিচালনা করে আসছিল। সর্বহারাদের হাতে অনেকেই খুন হয়েছে, অনেকে হয়েছে নিঃস্ব। আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি এবং অভিযানের মাধ্যমে ধীরে ধীরে তারা কোণঠাসা হয়ে পড়ে। সম্প্রতি আবারো দেয়ালের লিখন এলাকায় অশুভ বার্তা দিচ্ছে বলে ধারণা করছে অনেকেই।