নিজস্ব প্রতিনিধি: মৎস্য ঘের বিরোধ এর জের ধরে সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা গুরুতর আহত থানায় মামলা করে পরিবার নিয়ে আতঙ্ক বিরাজ করছে বাদী। মামলা সুত্রে জানাযায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের ইউনিয়ন বিএনপির যুগ্ম সাবেক আহবায়ক আতাউল্লাহ চৌধুরী দীর্ঘদিন মাছের ঘের জীবন যাপর করে।
একই গ্রামের মোশাররাফ হোসেন মজনু দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে কিন্তু বাদী দিতে অশিক্রিতি জানাই এবং চাঁদা সংক্রান্ত বিষয়ে এলাকা বাসির নিকট অভিযোগ করলে ১১ এপ্রিল সকালে মৎস্য ঘেরে যাওয়ার পথে মোশাররাফ এর নেতৃত্বে শাহিনুর, নজরুল ইসলাম,মামুন, অকিদ হাসান ও রানা সহ অজ্ঞাত ব্যাক্তিদের মাধ্যমে রড, জি আই পাইপ, দা লাঠি নিয়ে অতর্কিত হামলা চালাই আতাউল্লাহ এর উপর। হামলার এক পর্যায় আতাউল্লাহ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে মৃত্যু ভেবে সন্ত্রাসীরা বীর দর্পণে চলে যাই।
স্থানিরা আতাউল্লাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ডাক্তার তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রিফার্ট করে।তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং উক্ত ব্যক্তিদের নামে আশাশুনি থানায় মামলা করেন যার নং ৬। গতকাল এবিষয়ে আশাশুনি থানার ওসি নোমান হোসেন সাংবাদিক এর বলেন আসামিদের দ্রুত আটক করে আইনের আওতায় আনবো।