সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্রকে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেঝ ভাইয়ের মৃত্যু হয়েছে। একই সময় আহত হয়েছেন বড় ভাই। শনিবার( ৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোশাররফ হোসেন (৪০) বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলীর পুত্র। আহত হোসেন আলী (৫০) তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় দের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, শনিবার সকালে বাড়ির পাশের সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র ছোট ভাই সোহরাব ও আশারাফের সাথে বাক বিতন্ডা হয় মেঝ ভাইয়ের। এক পর্যায়ে আশারাফ ধারালো ছুরি দিয়ে মেঝ ভাই মোশাররফ হোসেন কে আঘাত করে। এসময় তাকে রক্ষায় বড় ভাই এগিয়ে আসলে সে তাকে আঘাত করে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোশাররফ হোসেন ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্তসহ ৪ জনকে আটক করা হয়েছে । বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। রিপোর্ট লেখা পর্যান্ত এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছি।