আবু সাঈদ, সাতক্ষীরা: শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগীরা। গতকাল সকাল ১০ টার সময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে, ইউনিয়ন বাসীর আয়োজনে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন অত্র উপজেলার সকল উন্নয়ন সংগঠন। উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিন—পশ্চিমাঞ্চলের সাতক্ষীরার উপকুলীয় শ্যামনগরের সুন্দরবন লাগোয়া বুড়িগোয়ালিনী ইউনিয়নটি একটি প্রসিদ্ধ জনপদ। এই ইউনিয়নের অধিকাংশ এলাকা নদী দ্বারা বেষ্টিত হওয়াতে বেড়ীবাঁধগুলো খুবই ঝুঁকিপূর্ন অবস্থানে রয়েছে। \
জেলে বাওয়ালী, মৌয়ালী, চুনুরী, দুনুরী, বাগদী, মুন্ডা, ঋষী, কাহার সহ নানা শ্রেণী পেশার প্রায় ৩৫ হাজার মানুষের বসবাস। জলবায়ু পরিবর্তন জনিত বাংলাদেশের নানাবিধ প্রাকৃতিক দুযোর্গের মধ্যে উপকুলীয় এই ইউনিয়নের নদীভাঙন একটি অত্যন্ত গুরুত্বপুর্ন প্রধান সমস্যা। নদী ভাঙন এর ফলে নদীর চর ও ভেড়ীবাঁধ পানির প্রবল চাপে ভেঙে যায়। এই নদীর বাঁধভাঙন এর মধ্য দিয়ে আমরা বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসী একটি উচ্চ সম্ভাবনাময় উন্নয়নের পথে ধাবিত হচ্চি।
এখানের বাগদা ও কাঁকড়া শিল্প পৃথিবী জুড়ে বিখ্যাত।বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য গাজী আবিদ হাসান, ইউপি সদস্য মো. আব্দুর রউফ, ইউপি সদস্য মুকুন্দ পাইক, ইউপি সদস্য বিকাশ, শেফালি রাণী, মো. হাফিজ, মো. শামীম হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, পরিবেশকর্মী মো. ফজলুল হক ও স.ম ওসমান গনী প্রমুখ।
বক্তব্যে বলেন আমরা বুড়িগোয়ালিনী ইউনিয়ন বাসী নানা প্রতিকুলতার মধ্য দিয়েও সকলের সম্মিলিত প্রয়াসে একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা আব্যহত রেখেছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, জাপান বাংলাদেশ এর জাইকা প্রকল্পের মাধ্যমে শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ড অত্র ইউনিয়নের দাতিনাখালী আনিছুজ্জামান এর বাড়ী সংলগ্ন, পূর্ব দূর্গাবাটি ছবুর খায়ের বাড়ী হতে চেয়ারম্যানের ঘের পর্যন্ত এবং পূর্ব দূর্গাবাটি সাইক্লোন সেল্টারের উভয় পাশের ওয়াপদা রাস্তা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্ত এই প্রকল্পের বা কাজের কোন নিয়ম নীতি ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় মানুষেরা কিছুই জানে না।
নেই কোন সিডিউল ও সাইনবোর্ড। আমরা এই কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বিশেষ করে প্রকল্পের সিডিউল বা পরিকল্পনা ও বাজেট সম্পর্কে জানতে চাইলে তারা এ বিষয়ে কোন তথ্য বা মতামত প্রকাশ করতে চায় না। এবং পানি উন্নয়ন বোডের কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের ইচ্ছেমত স্বেচ্চাচারিতামুলক ভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ, সাংবাদিক সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে উক্ত কাজের কোন সমন্বয় বা যোগোযোগ নেই। তাদের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে নানা ধরনের প্রতিবাদ আলোচনা শুরু হলে বিগত ২৫ ফেব্রুয়ারী বুড়িগোয়ালিনী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনার সিদ্ধান্ত মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে বিরুদ্ধে মানববন্ধর করার পরিকল্পনা গৃহিত হয়। তাদের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে নানা ধরনের প্রতিবাদ ও আলোচনাসহ বিভিন্ন ধরনের প্রতিবাদে ফুসে উঠে স্থানিরা। পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করার পরিকল্পনা গৃহিত হয়। স্থানিয়দের অভিযোগ প্রকল্পের মালামাল তৈরির স্থান মন্ত্রীর ভাগ্নে দখলে।
মানববন্ধন শেষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মাধ্যম হয়ে এ স্মারকলিপি গ্রহন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন। এলাকাবাসী জানান, বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসী শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের চলমান কার্যক্রমের অনিয়ম, দূর্নীতি ও কার্যক্রম বিলম্ব এর বিরুদ্ধে আপনার সুচন্তিত মতামত ও পদক্ষেপ গ্রহনের জোরালো আবেদন জানাচ্ছি। অনতি বিলম্বে তদন্ত পূর্বক উক্ত কার্যক্রম বন্ধ সহ টেকসই বাঁধ নির্মান ও প্রকল্পের নির্ধারিত সিডিউল অনুযায়ী জবাবদিহিতামূলক কাজ পরিচালনা এবং প্রকল্প বাস্তবায়নাধীন ভুক্তভোগী ঘেরমালিকগনের ক্ষতি পূরণ এর দাবি করেন।