আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সকল বিচারিক আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেওয়ার দীর্ঘ ৩৭ দিন অতিবাহিত হলেও জেলা প্রশাসক ও আইনজীবী সমিতির পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় বিচার প্রার্থী সাধারণ মানুষের বেশ ভোগান্তিসহ বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। অপরদিকে, দাবী না মানা পর্যন্ত ডিসি কোট বর্জন অব্যহত থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারী জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জানুয়ারি থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সকল বিচারিক আদালত বর্জন শুরু হওয়ার পর দীর্ঘ ৩৭ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত জেলা প্রশাসকের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেওয়ায় সংশ্লিষ্ট আদালত বর্জন কর্মসুচী অব্যহত আছে। এতে করে বিচারপ্রার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে। সুত্র মতে, দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্দিষ্ট ব্লু সীট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন জেলা প্রশাসক কার্যালয়ের বিচারিক আদালত সমূহ।
এবিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনজীবী সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে বৈঠক করেন। দীর্ঘ বৈঠকে সাতক্ষীরা জেলা প্রশাসক আইনজীবী সমিতির ব্লু -সীট ব্যবহারের বিষয়ে কোন সিদ্ধান্ত না দেওয়ায় এবং তিনি তার সিদ্ধান্তে অটল থাকার কারনেই এই কঠিন সিদ্ধান্ত নেন সাতক্ষীরা আইনজীবী সমিতি। এবিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম জানান- সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সমিতির নির্দিষ্ট ব্লু -সীট ব্যাবহারের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের সকল বিচারিক আদালত ১৬ জানুয়ারী থেকে অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করার পর এখনো অব্যহত আছে। তবে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ১০টাকা মূল্যমানের একটা গোল টিকিট বা স্টিকার সংযুক্ত করার শর্তে হলুদ রংয়ের ডেমি পেপার ব্যবহার করার সম্মতি জানালেও সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষ থেকে সাড়া না দেওয়ায় আদালত বর্জন অব্যহত আছে এবং দাবি না মানা পর্যন্ত চলবে বলে আইনজীবী সমিতির সিদ্ধান্ত।