জি.এম আবুল হোসাইন: সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র শিক্ষার্থদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ২৮জন শিক্ষার্থীর মাঝে নগদ আড়াই হাজার টাকা হারে ৭০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
মরহুম আতিয়ার রহমান ট্রাস্ট এর পরিচালক ও আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিকের স্বত্ত্বাধীকারী ডা. মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এ নগদ অর্থ তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক মো. আসাবুর রহমান, মাওলানা মো.রেজাউল ইসলাম, মোহন লাল ঘোষ, মহিতোষ কুমার ঘোষ, সুভাষ চন্দ্র বিশ্বাস, রীপা রানী মন্ডল, কবিরুল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান।