অনলাইন ডেস্ক: অনলাইন সহ কয়েকটি পত্রিকায় সাতক্ষীরার অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের শিক্ষকদের কক্ষে আটকে রেখে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়ার অভিযোগে শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি আদৌ সত্য না।
সংবাদের আরো উল্লেখ করা হয়েছে যে শিক্ষা দস্যু ও জাল জালিয়াতি হোতা আখতারুজ্জামান সহ আব্দুর রউফ বাবু। ওমর ফারুক সহ ২০ /২৫ জন সন্ত্রাসীদের কথা উল্লেখ করা হয়েছে, সংবাদে আরো উল্লেখ করা হয়েছে যে অত্র কলেজের অর্থ আত্নাৎ কারী মামলা আসামি দ্বারা কমিটি ঠগন। ঐ ব্যক্তি কমিটিতে সভাপতি হওয়ায় কলেজের শিক্ষার মান ভঙ্গুর, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ মাধ্যমকে কে বা কারা মিথ্যা তথ্য দিয়ে অ্যাড আব্দুর রহমান কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করার পাঁয়তারা করছে।
উল্লেখ্য ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা সম্প্রতি- অত্র কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষকে অপসারণ করিয়ে নতুন অধ্যক্ষ কে চেয়ারে বসায় সেই আদলে অ্যাডহক কমিটির কমিটি গঠন হয়। কমিটির আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, সদস্য মোফজুল হোসেন উক্ত কমিটিকে নশ্বাৎ করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা অত্র কলেজে কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই অধিকাংশ শিক্ষক বর্তমান কমিটিকে বরণ করে নিতে ইচ্ছুক ও সেচ্ছায় অত্র সভাপতি কে কলেজে আসার জন্য আহ্বান জানাচ্ছে।
উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত কমিটিকে অনুমোদন দেয়। প্রতিবাদকারী আব্দুর রউফ বাবু, সাবেক অধ্যক্ষ আক্তারুজ্জামান, গণঅধ্যকার পরিষদের সদস্য ওমর ফারুক সহ আরো অনেকে।