আজ ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

এই বিজয় সেমিফাইনাল, ফাইনাল খেলায় যুবকেরা আনবে বিজয়: শামীম সাঈদী

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৪৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৬০ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেছেন, এই বিজয় শেষ বিজয় নয়। এটা হলো সেমিফাইনালের বিজয়। ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলায় বিজয় আনবে কারা? যুবকেরা। আগামী দিনে যে ভোট হবে সেই ভোটে কাকে ভোট দেবেন? দাঁড়িপাল্লা ফিরিয়ে আনতে হবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা শ্যামনগর পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামীম সাঈদী বলেন, কেউ একজন বলেছিল ‘খেলা হবে’ কিন্তু খেলা শুরু করার আগেই তো পালিয়ে গেছে। আমাদের বিজয় এসেছে আলহামদুলিল্লাহ। সাতক্ষীরাবাসীর সেই অবদান ও রক্ত বৃথা যায় নাই। সেই ফাঁসির রায় তারা কার্যকর করতে পারেনি। এই সাতক্ষীরাবাসীসহ গোটা বাংলাদেশের যুবসমাজ সেই ফাঁসির রায় বদলে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। ফলে তারা বাধ্য হয়ে সেই রায়কে বাদ দিয়ে আজীবন কারাদণ্ড দিয়েছে।

তিনি বলেন, ১৩টি বছর আপনাদের সেই কোরআনের পাখিকে বন্দি করে রেখেছিল। ১৩টি বছর ধরে আপনাদের সামনে তাকে আসতে দেওয়া হয়নি। বিনা অপরাধে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলায় ২৯ জুন তাকে গ্রেপ্তার করা হয় এবং ২৮ ফেব্রুয়ারি তাকে সাজা দিয়ে ফাঁসির রায় প্রদান করা হয়। ফাঁসির রায়ের প্রতিবাদে পুরো বাংলাদেশ উত্তাল হয়েছিল। সাতক্ষীরার মানুষও ফেটে পড়েছিল এবং সেই আন্দোলনের কারণে অসংখ্য মানুষ জীবন দিয়েছিল। সেই সাক্ষী সাতক্ষীরার মানুষ।

তিনি আরও বলেন, যারা গত এক তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল তারাই জনগণ থেকে নিষিদ্ধ হয়েছে। তারা ফিরে আসবে? তাদের ফিরে আসতে দেবে? ইনশাল্লাহ তাদেরকে আর ফিরে আসতে দেব না। আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করব। সেই দিনই ফাইনাল খেলা হবে। আমরা প্রতিশোধ নেব না। তারা আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে আমরা তাদেরকে ঝুলাব না।

শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যুব সমাবেশে শ্যামনগর জামায়াত ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতের সহ সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, সাবেক আমীর আলহাজ্ব মুফতি আব্দুল মজিদ, কেন্দ্রীয় ছাত্র শিবিরে এইচ আইডি সম্পাদক আব্দুর রহিম, কেন্দ্রীয় ছাত্র শিবিরের তথ্য সম্পাদক মো. আব্দুর রহিম সহ জেলা ও উপজেলা জামায়াত ইসলাম ও বাংলাদেশ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা। এই যুব সমাবেশ পরিচালনা করেন শ্যামনগর উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

এই বিজয় সেমিফাইনাল, ফাইনাল খেলায় যুবকেরা আনবে বিজয়: শামীম সাঈদী

আপডেট টাইম : ০৮:৪৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেছেন, এই বিজয় শেষ বিজয় নয়। এটা হলো সেমিফাইনালের বিজয়। ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলায় বিজয় আনবে কারা? যুবকেরা। আগামী দিনে যে ভোট হবে সেই ভোটে কাকে ভোট দেবেন? দাঁড়িপাল্লা ফিরিয়ে আনতে হবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা শ্যামনগর পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামীম সাঈদী বলেন, কেউ একজন বলেছিল ‘খেলা হবে’ কিন্তু খেলা শুরু করার আগেই তো পালিয়ে গেছে। আমাদের বিজয় এসেছে আলহামদুলিল্লাহ। সাতক্ষীরাবাসীর সেই অবদান ও রক্ত বৃথা যায় নাই। সেই ফাঁসির রায় তারা কার্যকর করতে পারেনি। এই সাতক্ষীরাবাসীসহ গোটা বাংলাদেশের যুবসমাজ সেই ফাঁসির রায় বদলে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। ফলে তারা বাধ্য হয়ে সেই রায়কে বাদ দিয়ে আজীবন কারাদণ্ড দিয়েছে।

তিনি বলেন, ১৩টি বছর আপনাদের সেই কোরআনের পাখিকে বন্দি করে রেখেছিল। ১৩টি বছর ধরে আপনাদের সামনে তাকে আসতে দেওয়া হয়নি। বিনা অপরাধে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলায় ২৯ জুন তাকে গ্রেপ্তার করা হয় এবং ২৮ ফেব্রুয়ারি তাকে সাজা দিয়ে ফাঁসির রায় প্রদান করা হয়। ফাঁসির রায়ের প্রতিবাদে পুরো বাংলাদেশ উত্তাল হয়েছিল। সাতক্ষীরার মানুষও ফেটে পড়েছিল এবং সেই আন্দোলনের কারণে অসংখ্য মানুষ জীবন দিয়েছিল। সেই সাক্ষী সাতক্ষীরার মানুষ।

তিনি আরও বলেন, যারা গত এক তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল তারাই জনগণ থেকে নিষিদ্ধ হয়েছে। তারা ফিরে আসবে? তাদের ফিরে আসতে দেবে? ইনশাল্লাহ তাদেরকে আর ফিরে আসতে দেব না। আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করব। সেই দিনই ফাইনাল খেলা হবে। আমরা প্রতিশোধ নেব না। তারা আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে আমরা তাদেরকে ঝুলাব না।

শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যুব সমাবেশে শ্যামনগর জামায়াত ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতের সহ সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, সাবেক আমীর আলহাজ্ব মুফতি আব্দুল মজিদ, কেন্দ্রীয় ছাত্র শিবিরে এইচ আইডি সম্পাদক আব্দুর রহিম, কেন্দ্রীয় ছাত্র শিবিরের তথ্য সম্পাদক মো. আব্দুর রহিম সহ জেলা ও উপজেলা জামায়াত ইসলাম ও বাংলাদেশ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা। এই যুব সমাবেশ পরিচালনা করেন শ্যামনগর উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল।