সাতক্ষীরা প্রতিনিধি: সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে বরণ করে নেওয়া হলো সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজে একাদশে ভর্তীকৃত নবীন শিক্ষার্থীদের। সোমবার (১৫ সেপ্টেম্বর) নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে মুখরিত হয়ে ওঠে প্রতিষ্ঠান ক্যাম্পাস। অনুষ্ঠান উপলক্ষে গোটা হলরুম সাজানো হয় বর্ণিল সাজে। কেউ এসেছিলেন আড়ম্বরপূর্ণ পোশাকে, কেউবা সাধারণ সাজে। তবে সবাই মেতে ওঠেন হাসি, আনন্দ, আড্ডা ও উল্লাসে। শিক্ষার্থীদের এই উৎসবে অংশ নেন শিক্ষক-কর্মচারীরাও।
নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ নজরুল ইসলাম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খাতুনের পরিচালনায় এবং কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক শহানি সুঃ, প্রভাষক শফিউল ইসলামসহ স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা অর্জন করে শিক্ষার্থীদের সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।”
রিপোর্টার 















