আজ ০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরায় নিরাপদ পানির দাবিতে যুব নেতৃত্বে এডভোকেসি সভা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৬২ বার

সাতক্ষীরায় নিরাপদ পানির দাবিতে যুব নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই), স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এডভোকেসি সভা বৃহস্পতিবার (১৪ আগস্ট) সদর উপজেলা ডিজিটাল কর্ণারে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ‘এফরটি’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. করিমুল হক ও ডিপিএইচই’র উপ-সহকারী প্রকৌশলী দীপংকর রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, টি আই বি’র সাতক্ষীরা এরিয়া কো-অর্ডিনেটর আল আমিন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, সিডো প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এবং কার্যক্রমের লক্ষ্য ও প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদ্জুজ্জামান তহিদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, কর্ণফুলী যুব সংঘের সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন, ইয়ূথ এ্যালায়েন্সের কর্ন বিশ্বাস কেডি, সাংবাদিক এসএম বিপ্লব হোসেন ও সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, ফিংড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলকাস আলীসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, উপকূলীয় জেলা সাতক্ষীরায় লবণাক্ততার অনুপ্রবেশ, জোয়ারের বন্যা ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে নিরাপদ পানীয় জলের প্রাপ্যতা মারাত্মকভাবে হুমকির মুখে। বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক সমাধান বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সদস্য মাসুদ রানা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় নিরাপদ পানির দাবিতে যুব নেতৃত্বে এডভোকেসি সভা

আপডেট টাইম : ০৮:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

সাতক্ষীরায় নিরাপদ পানির দাবিতে যুব নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই), স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এডভোকেসি সভা বৃহস্পতিবার (১৪ আগস্ট) সদর উপজেলা ডিজিটাল কর্ণারে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ‘এফরটি’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. করিমুল হক ও ডিপিএইচই’র উপ-সহকারী প্রকৌশলী দীপংকর রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, টি আই বি’র সাতক্ষীরা এরিয়া কো-অর্ডিনেটর আল আমিন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, সিডো প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এবং কার্যক্রমের লক্ষ্য ও প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদ্জুজ্জামান তহিদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, কর্ণফুলী যুব সংঘের সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন, ইয়ূথ এ্যালায়েন্সের কর্ন বিশ্বাস কেডি, সাংবাদিক এসএম বিপ্লব হোসেন ও সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, ফিংড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলকাস আলীসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, উপকূলীয় জেলা সাতক্ষীরায় লবণাক্ততার অনুপ্রবেশ, জোয়ারের বন্যা ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে নিরাপদ পানীয় জলের প্রাপ্যতা মারাত্মকভাবে হুমকির মুখে। বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক সমাধান বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সদস্য মাসুদ রানা।