স্বদেশ সাতক্ষীরায়, আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগীতায় বাস্তবায়িত ‘‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী পুরুষ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্টির সক্ষমতা বৃদ্ধি করা’’ প্রকল্পটি দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড ও গ্লোবাল এফেয়ার্স কানাডা –এর অর্থায়নে মানবাধিকার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী পুরুষ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠিকে ক্ষমতায়িত করার লক্ষ্যে সুনিদিষ্ট কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ২৯ জুলাই,২০২৫ তারিখে জেলা আইনজীবি ভবণের চতুর্থ তালায় সিনিয়র আইনজীবি এ্যাড: তোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে মানবাধিকার ্আইনজীবি ফোরাম সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার আইনজীবি ফোরামের সদস্যরা স্থানীয়ভাবে জেন্ডার সমতা ও নারীর অধিকার নিশ্চিন্তের লক্ষ্যে যৌন হয়রানি ( শারীরিক , মৌখিক, মনস্তাতিক এবং সাইবার) এবং জেন্ডার-বিত্তিক সহিংসতা প্রতিরোধে ও সুরক্ষার জন্য কাজ করবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠির আইন ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে। এ ছাড়াও মানবাধিকার সুরক্ষা পরিবেশকে বিস্তৃতি অক্ষুন্ন রাখার জন্য স্থানীয় বিভিন্ন অংশীজনকে সম্পৃক্ত করবে পাশাপাশি নির্যাতনের শিকার নারী, শিশুকে আইনী সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদানে সহায়তা করবে। উক্ত ওরিযেন্টেশনে সহায়কের ভ’মিকা পালন করেন মো: আজাহারুল ইসলাম ও নাগরিকা প্রকল্পের প্যারালিগ্যাল শরিফুল ইসলাম।
শিরোনাম ::
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৮:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- ২৫৬ বার
ট্যাগ :
জনপ্রিয়














