সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর সাম্প্রতিক ন্যাক্কারজনক হামলায় সরাসরি নেতৃত্ব দিয়েছে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিলা ইসলাম জুঁই। হামলার সময় তার হাতে লোহার রড দেখা গেছে, যার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনার দিন প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সভাকে কেন্দ্র করে চলমান নেতৃত্ব দ্বন্দ্বের জেরে প্রেসক্লাব সভাপতি আবুল কাশেমের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ হামলায় অন্তত ৩০ জনের বেশি সাংবাদিক আহত হন।
প্রত্যক্ষদর্শী, ভিডিও ফুটেজ এবং আহত সাংবাদিকদের বয়ান থেকে জানা যায়, শাকিলা ইসলাম জুঁই শুধু হামলার নেতৃত্বই দেননি, হামলাকারীদের মধ্যে সরাসরি অংশ নিয়েছিলেন লোহার রড ও লাঠিসোঁটা হাতে।
শাকিলা ইসলাম জুঁই ২০০৪ সালে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরে তিনি সাতক্ষীরা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে ২০১৭ সাল পর্যন্ত সক্রিয় থাকেন। বর্তমানে তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আহত সাংবাদিকদের অভিযোগ, হামলার ভিডিও ও স্থিরচিত্রে জুঁইয়ের লোহার রড হাতে আক্রমণ চালানোর দৃশ্য স্পষ্ট হলেও, এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তারা মনে করছেন, তার রাজনৈতিক পরিচয় ও প্রভাবের কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে নিষ্ক্রিয় ও নিরব ভূমিকা পালন করছে।
সাংবাদিক সমাজ বলছে, এ ধরনের প্রকাশ্য হামলা, তার উপরে একজন নারী নেত্রীর সরাসরি অংশগ্রহণ, শুধুমাত্র ভয়াবহ ও নিন্দনীয়ই নয়—এটি রাজনীতির অপব্যবহার ও বিচারহীনতার নগ্ন বহিঃপ্রকাশ। তারা জুঁইসহ হামলার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক এক জনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার 















