আজ ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

বছরের পর বছর সংস্কার হয়নি সড়ক, নেতাদের আগমনে তড়িঘড়ি সংস্কার কাজ শুরু, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ১১৩ বার

সংবাদ প্রতিবেদন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের সফরকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে সাতক্ষীরার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। শনিবার (১২ জুলাই) সাতক্ষীরায় আসছেন এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সারজিস আলামসহ শতাধিক নেতা।

এনসিপির সাতক্ষীরা জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু জানান, খুলনা থেকে সকাল ৯টায় কুমিরা ফুটবল মাঠে পৌঁছাবেন কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে পথসভা শেষে শহরের খুলনা রোড মোড়, শহীদ আসিফ চত্বর, নিউমার্কেট ও হাটের মোড় হয়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় জেলা কার্যালয়ের উদ্বোধন করবেন নেতারা। এই সফরকে কেন্দ্র করে খুলনা রোড মোড়, শহীদ আসিফ চত্বরসহ বিভিন্ন এলাকায় হঠাৎ করেই শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ। শুক্রবার (১১ জুলাই) সরেজমিনে দেখা গেছে, সওজ কর্মীরা সড়কের খানাখন্দ ভরাট করছেন।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সড়ক সংস্কারের দাবিতে কর্ণপাত করা হয়নি। পলাশপোল এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “বছরের পর বছর সড়কের অবস্থা খারাপ, এখন হঠাৎ করে রাস্তা মেরামত করছে। নিচে বেস না করে শুধু ওপর থেকে পিচ ঢালছে, এক মাসও টিকবে না।”

একাধিক সূত্রে জানা গেছে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এর আগেও কুমিল্লায় নিম্নমানের কাজ দেখে সড়ক নির্মাণ বন্ধ করে দেন। তার আগমনে সড়ক বিভাগের মধ্যে চাপ ও উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ বলেন, “জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের আগমনের কারণে সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে—এমনটা নয়। টানা বর্ষণের কারণে পূর্বনির্ধারিত সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়নি। এখন আবহাওয়া ভালো থাকায় নিয়মিত সংস্কার কার্যক্রম শুরু করেছি।”

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বছরের পর বছর সংস্কার হয়নি সড়ক, নেতাদের আগমনে তড়িঘড়ি সংস্কার কাজ শুরু, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

আপডেট টাইম : ০৭:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

সংবাদ প্রতিবেদন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের সফরকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে সাতক্ষীরার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। শনিবার (১২ জুলাই) সাতক্ষীরায় আসছেন এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সারজিস আলামসহ শতাধিক নেতা।

এনসিপির সাতক্ষীরা জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু জানান, খুলনা থেকে সকাল ৯টায় কুমিরা ফুটবল মাঠে পৌঁছাবেন কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে পথসভা শেষে শহরের খুলনা রোড মোড়, শহীদ আসিফ চত্বর, নিউমার্কেট ও হাটের মোড় হয়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় জেলা কার্যালয়ের উদ্বোধন করবেন নেতারা। এই সফরকে কেন্দ্র করে খুলনা রোড মোড়, শহীদ আসিফ চত্বরসহ বিভিন্ন এলাকায় হঠাৎ করেই শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ। শুক্রবার (১১ জুলাই) সরেজমিনে দেখা গেছে, সওজ কর্মীরা সড়কের খানাখন্দ ভরাট করছেন।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সড়ক সংস্কারের দাবিতে কর্ণপাত করা হয়নি। পলাশপোল এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “বছরের পর বছর সড়কের অবস্থা খারাপ, এখন হঠাৎ করে রাস্তা মেরামত করছে। নিচে বেস না করে শুধু ওপর থেকে পিচ ঢালছে, এক মাসও টিকবে না।”

একাধিক সূত্রে জানা গেছে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এর আগেও কুমিল্লায় নিম্নমানের কাজ দেখে সড়ক নির্মাণ বন্ধ করে দেন। তার আগমনে সড়ক বিভাগের মধ্যে চাপ ও উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ বলেন, “জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের আগমনের কারণে সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে—এমনটা নয়। টানা বর্ষণের কারণে পূর্বনির্ধারিত সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়নি। এখন আবহাওয়া ভালো থাকায় নিয়মিত সংস্কার কার্যক্রম শুরু করেছি।”