আজ ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, আহত-১০

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০২:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৬৪ বার
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব গেটে এ ঘটনা ঘটে। মাথা ফেঁটে গুরুতর আহত হয়েছেন ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান, দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু। এছাড়া কমবেশী আরও ১০ গণমাধ্যমকর্মী আহত হন। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম জানান, আমরা প্রেসক্লাবে প্রবেশের সময় বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে দুইজনের মাথা ফেঁটে যায়। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া কমবেশী অনেকে আহত হয়েছেন। এ সময় পুলিশের উপস্থিতি ছিল। তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রেসক্লাবের দখলদার বাহিনীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে আগামীকাল সকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে প্রতিবাদ মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ঘটনার পর উত্তেজনার মধ্যে প্রেসক্লাবে উপস্থিত রয়েছেন সেনাবাহিনী।
উল্লেখ্য, ৫ আগষ্ট পরবর্তী সাতক্ষীরা প্রেসক্লাবে আবু সাঈদ ও আব্দুল বারী সভাপতি সাধারণ সম্পাদক ঘোষনা করেন। পরবর্তীতে আবুল কাশেম সভাপতি ও আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হয়ে প্রেসক্লাবের নতুন আরেকটি কমিটি ঘোষনা করা হয়। এনিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আজ আবুল কাশেম ও আসাদুজ্জামানের নেতৃত্বে ৭০-৮০ জন সাংবাদিক প্রেসক্লাবে প্রবেশকালে বহিরাগত সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালায়।
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, আহত-১০

আপডেট টাইম : ০২:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব গেটে এ ঘটনা ঘটে। মাথা ফেঁটে গুরুতর আহত হয়েছেন ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান, দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু। এছাড়া কমবেশী আরও ১০ গণমাধ্যমকর্মী আহত হন। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম জানান, আমরা প্রেসক্লাবে প্রবেশের সময় বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে দুইজনের মাথা ফেঁটে যায়। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া কমবেশী অনেকে আহত হয়েছেন। এ সময় পুলিশের উপস্থিতি ছিল। তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রেসক্লাবের দখলদার বাহিনীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে আগামীকাল সকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে প্রতিবাদ মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ঘটনার পর উত্তেজনার মধ্যে প্রেসক্লাবে উপস্থিত রয়েছেন সেনাবাহিনী।
উল্লেখ্য, ৫ আগষ্ট পরবর্তী সাতক্ষীরা প্রেসক্লাবে আবু সাঈদ ও আব্দুল বারী সভাপতি সাধারণ সম্পাদক ঘোষনা করেন। পরবর্তীতে আবুল কাশেম সভাপতি ও আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হয়ে প্রেসক্লাবের নতুন আরেকটি কমিটি ঘোষনা করা হয়। এনিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আজ আবুল কাশেম ও আসাদুজ্জামানের নেতৃত্বে ৭০-৮০ জন সাংবাদিক প্রেসক্লাবে প্রবেশকালে বহিরাগত সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালায়।