সাতক্ষীরা প্রতিনিধি: আবারও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরা ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচি চালিয়েছে। ২২ জুন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজ্জাক পার্ক শহীদ মিনার চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে প্রায় ১,০০০ মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
সংগঠনের সেক্রেটারি সুদীপ্ত দেবনাথ জানান, সাতক্ষীরায় করোনায় ইতোমধ্যে কয়েকজন আক্রান্ত হয়েছেন এবং একজন মারা গেছেন। এ প্রেক্ষাপটে মানুষকে সচেতন করাই তাদের উদ্দেশ্য। ক্যাম্পাস সম্পাদক নাজিফা নিশাত নুহা জানান, এই কার্যক্রম চলমান থাকবে। মিডিয়া সম্পাদক করিমন নেছা শান্তা বলেন, সাতক্ষীরাকে করোনা মুক্ত করতে সচেতনতা জরুরি। এই উদ্যোগে সাতক্ষীরা সদর থানার কয়েকজন পুলিশ সদস্য সহায়তা করেন। স্থানীয়দের মতে, এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।
রিপোর্টার 















