আবু সাঈদ: সাতক্ষীরা জেলা বিএনপির নবগত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি ও সদরের ১৪ টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। সোমবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক এড নুরুল ইসলাম ও সদস্য সচিব নুরে আলম সিদ্দিকীর উদ্যোগে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশের নিজস্ব বাসভবন কাঠিয়ায় সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় সাতক্ষীরা ১৪ টি ইউনিয়ন থেকে হাজারো বিএনপির নেতা কর্মিও সমর্থকদের মিলনমেলায় পরিনত হয়। এক পর্যায় সাতক্ষীরা সরকারি বালক স্কুলের মাঠে এসে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশসহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিসতি ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডব্লু।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক এড নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, রফিকুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল হাসান, আতিয়ার রহমান, আবুল বাসার। প্রভাষক আনারুল ইসলাম, আবু সাঈদ, নাহার, শাহজাহান আলী, ডাক্তার শফিকুল ইসলাম, কামরুজ্জামান। কামরুজ্জামা বুলু। কামরুল ইসলাম, ডাক্তার নজরুল ইসলাম প্রমূখ।