আবু সাঈদ, সাতক্ষীরা: সন্ত্রাসী হামলায় সাতক্ষীরায় এক কিশোরী নিহত হয়েছে। নিহতের নাম চুমকী (২০), সে সাতক্ষীরা সদরের রেজাউল ইসলামের মেয়ে। সাতক্ষীরা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মমতাজ মজিদ জানান, শনিবার সকাল ৯:১৫ মিনিটে চুমকীকে তার বোন হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। তার মাথার পিছনে ভারী ইট অথবা পাথরের আঘাতের দাগ পাওয়া গেছে। তার বোন সখিনা ও স্থানীয়রা জানান, থানাঘাটা এলাকায় চুমকী মোবাইলে গান শুনতে শুনতে ইকরামুলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় ইকরামুলের ছেলে ইলিয়াস তাকে হত্যা করে। গ্রামবাসী ইলিয়াসকে আটক করে দুপুরে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, হত্যার ঘটনা শুনেছি। হত্যাকারী ইলিয়াসকে সাতক্ষীরা র্যাব-৬ আটক করেছে এবং র্যাবের হেফাজতে রয়েছে।
শিরোনাম ::
সন্ত্রাসীর হাতুড়ির আঘাতে প্রতিবন্ধীর মৃত্যু
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৩:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- ২০৭ বার
ট্যাগ :
জনপ্রিয়
















