সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার চৌবাড়ীয়া গ্রামের মহিউদ্দীন নামে এক ব্যক্তি নানা অপরাধে জড়িয়ে পড়েছেন। আগে স্বর্ণ চোরাচালন ও নারী পাচারের মামলায় কারাভোগ করেছেন। বর্তমানে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসী অতিষ্ঠ। মহিউদ্দীন ভুয়া দলিল তৈরি করে ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং তার ভাইয়ের জমি দখল করেছেন। ভাই জয়নাল সরদার অপকর্মের শিকার হয়ে মৃত্যুবরণ করেন।
মহিউদ্দীন গত ২ মে চাচাতো ভাইদের বিরুদ্ধে মামলাই দায়ের করেন, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। বর্তমানে তিনি গ্রামের নিরীহ লোকদের জমি দখল করার চেষ্টা করছেন। জামায়াত থেকে বহিষ্কৃত হয়ে চাঁদাবাজি ও স্থানীয় আওয়ামীপন্থীদের কাছে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। তার বড় ছেলের শশুর ডিসি অফিসে পিয়ন ছিলেন এবং রুবেল নামের এক ছেলে চায়নায় অবৈধ হুন্ডি ব্যবসা করে বলে গুঞ্জন রয়েছে।
স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন, মহিউদ্দীন বর্তমানে জামায়াতের সাথে সম্পৃক্ত নন এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আনোয়ার কবির জানান, মহিউদ্দীন সাবেক ইউনিয়ন সেক্রেটারি ছিলেন, তবে বর্তমানে কোনো পদে নেই। মহিউদ্দীন দাবি করেছেন, তিনি বর্তমানে জামায়াত ইসলামের কোনো পদে নেই।
রিপোর্টার 















