জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো. মফিজুর রহমান।
রবিবার সকালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. মফিজুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সাইদুর রহমান, অভিভাবক সদস্য ইখতিয়ার রহমান, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহন লাল ঘোষ, আসাবুর রহমান, কবিরুল ইসলাম, রিপা রাণী মন্ডল, জহিরুল হক, প্রাক্তন শিক্ষার্থী খুলনার সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা মো. সুমন হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আবুল হোসাইন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
এছাড়াও বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিতোষ কুমার ঘোষ।
প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণকালে মো. মফিজুর রহমান বলেন, যারা আমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার দোয়া ও ভালবাসায় আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা সম্মিলিত পালন করব ইনশা-আল্লাহ। স্কুলের মান উন্নয়ন ও সার্বিক পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি।
রিপোর্টার 















