সাতক্ষীরা ॥ ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এবং এন্টিবায়োটিকের অপব্যবহার প্রতিরোধে সাতক্ষীরায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় বিসিডিএস ভবনের হলরুমে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. দ্বীন আলী। প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সুকর্ণ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর সাতক্ষীরার ঔষধ পরিদর্শক মো. বাশারাফ হোসেন।
সভাপতির বক্তব্যে দ্বীন আলী এন্টিবায়োটিকের অপব্যবহার রোধ এবং ঔষধ ব্যবসায়ীদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন পরামর্শ দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক সুকর্ণ আহমেদ বলেন, “নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।” তিনি ওষুধ ব্যবসায়ীদের সরাসরি কোম্পানি থেকে ঔষধ কিনে ইনভয়েস সংরক্ষণের পরামর্শ দেন এবং গ্রাহকের স্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে আহ্বান জানান।
বিশেষ অতিথি ঔষধ পরিদর্শক মো. বাশারাফ হোসেন বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে অবশ্যই বৈধ লাইসেন্স নিয়ে ওষুধ বিক্রি করতে হবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ আলাদা করে রাখতে হবে, নিবন্ধনবিহীন ওষুধ বিক্রি করা যাবে না এবং প্রেসক্রিপশন অনুযায়ী এন্টিবায়োটিক বিক্রি করতে হবে। এছাড়া ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি নিষিদ্ধ এবং সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের নির্দেশনা দেন তিনি।
সভায় আরো বক্তব্য রাখেন—ঔষধ কোম্পানির এক্সিকিউটিভ ফোরামের সভাপতি মোখলেছুর রহমান, জেলা বিসিডিএস এর সিনিয়র সহ-সভাপতি শেখ আমিনুল ইসলাম, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, শ্যামনগর উপজেলা সভাপতি হাফেজ শহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা সভাপতি মো. মনিরুজ্জামান, দেবহাটা উপজেলা সভাপতি দেব কুমার, তালা উপজেলা সভাপতি আনিসুর রহমান, কালিগঞ্জ উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম, কলারোয়া উপজেলা সভাপতি কাজী শামছুর রহমান, পাটকেলঘাটা থানা শাখার সহ-সভাপতি সাইদুল আলম বাবলুসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য মিজানুর রহমান। এসময় জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার 















