আজ ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

মেঘালয়ে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগে এক পুলিশসহ ৫ বাংলাদেশি গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৭৪ বার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড় জেলায় গ্রামবাসীর ওপর হামলার অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে সীমান্ত পেরিয়ে মেঘালয়ে ঢুকে কয়েকজন গ্রামবাসীর ওপর হামলা চালান অভিযুক্তরা। স্থানীয় জনগণ ও সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের প্রতিরোধে তারা পালানোর চেষ্টা করে। বাংলাদেশে ফেরার আগেই চারজনকে আটক করে বিএসএফ ও গ্রামবাসী। পরে রোববার মুবারক হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ারের ইনস্পেক্টর জেনারেল ও.পি. উপাধ্যায় বলেন, “বিএসএফ, পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে সফলতা পাওয়া গেছে। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।”

দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাপ্লাং জিরওয়া জানান, রোববার পাঁচ অভিযুক্তকেই মাওকিরওয়াত আদালতে তোলা হয়েছে।

পুলিশ নিশ্চিত করেছে, গ্রেপ্তারদের একজন বাংলাদেশি পুলিশ কনস্টেবল মারুফুর রহমান, যিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মেঘালয়ে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগে এক পুলিশসহ ৫ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড় জেলায় গ্রামবাসীর ওপর হামলার অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে সীমান্ত পেরিয়ে মেঘালয়ে ঢুকে কয়েকজন গ্রামবাসীর ওপর হামলা চালান অভিযুক্তরা। স্থানীয় জনগণ ও সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের প্রতিরোধে তারা পালানোর চেষ্টা করে। বাংলাদেশে ফেরার আগেই চারজনকে আটক করে বিএসএফ ও গ্রামবাসী। পরে রোববার মুবারক হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ারের ইনস্পেক্টর জেনারেল ও.পি. উপাধ্যায় বলেন, “বিএসএফ, পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে সফলতা পাওয়া গেছে। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।”

দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাপ্লাং জিরওয়া জানান, রোববার পাঁচ অভিযুক্তকেই মাওকিরওয়াত আদালতে তোলা হয়েছে।

পুলিশ নিশ্চিত করেছে, গ্রেপ্তারদের একজন বাংলাদেশি পুলিশ কনস্টেবল মারুফুর রহমান, যিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।