আজ ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

জাতীয় বিজ্ঞান মেলায় প্রথম, সাতক্ষীরার সামিউল

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৪৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৩৭ বার

আব্দুর রহমান: ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫–এ জাতীয় পর্যায়ে জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে সাতক্ষীরার শিক্ষার্থী সামিউল আলিম তাজ। সে খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন)-এর অষ্টম শ্রেণির ছাত্র। ‘Smart Home Automated and Agricultural System with Voice Command’ শিরোনামে একটি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে সামিউল এই সাফল্য অর্জন করে। কণ্ঠনির্ভর এই প্রকল্পের মাধ্যমে ঘরবাড়ির নিরাপত্তা, আলো-তাপমাত্রা নিয়ন্ত্রণ, রান্নাবান্না, ফ্যান, দরজা ও পানির পাম্প চালানোসহ কৃষিকাজে সেচ ব্যবস্থাও নিয়ন্ত্রণ করা যায়। ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত তিন দিনব্যাপী (১৮-২০ জুন) মেলায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার জাতীয় পর্বে খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করে সামিউল। বিচারকমণ্ডলীর সদস্যরা সরেজমিনে তার প্রকল্প পরিদর্শন করেন এবং প্রশংসা করেন। ২০ জুন অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি। সামিউলের প্রকল্প ঘুরে দেখেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি প্রকল্পটি সম্পর্কে বলেন, ‘এটি সময়োপযোগী ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্ভাবন।’ সামিউলের শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষক প্রভাষক মোরল মুশফিকুর রহমান বলেন, ‘ছাত্রটির মধ্যে শুরু থেকেই প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল। সে নিজের মেধা ও আগ্রহ দিয়েই এই প্রকল্প তৈরি করেছে।’ সামিউল সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের বাসিন্দা। তার বাবা টিপু সুলতান ও মা তাহেরা আক্তার সন্তানের এমন অর্জনে গর্বিত। এই অর্জনে সামিউলকে অভিনন্দন জানিয়েছেন তার শিক্ষক, সহপাঠী, পরিবার ও এলাকাবাসী। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সামিউল দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জাতীয় বিজ্ঞান মেলায় প্রথম, সাতক্ষীরার সামিউল

আপডেট টাইম : ১১:৪৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

আব্দুর রহমান: ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫–এ জাতীয় পর্যায়ে জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে সাতক্ষীরার শিক্ষার্থী সামিউল আলিম তাজ। সে খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন)-এর অষ্টম শ্রেণির ছাত্র। ‘Smart Home Automated and Agricultural System with Voice Command’ শিরোনামে একটি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে সামিউল এই সাফল্য অর্জন করে। কণ্ঠনির্ভর এই প্রকল্পের মাধ্যমে ঘরবাড়ির নিরাপত্তা, আলো-তাপমাত্রা নিয়ন্ত্রণ, রান্নাবান্না, ফ্যান, দরজা ও পানির পাম্প চালানোসহ কৃষিকাজে সেচ ব্যবস্থাও নিয়ন্ত্রণ করা যায়। ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত তিন দিনব্যাপী (১৮-২০ জুন) মেলায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার জাতীয় পর্বে খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করে সামিউল। বিচারকমণ্ডলীর সদস্যরা সরেজমিনে তার প্রকল্প পরিদর্শন করেন এবং প্রশংসা করেন। ২০ জুন অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি। সামিউলের প্রকল্প ঘুরে দেখেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি প্রকল্পটি সম্পর্কে বলেন, ‘এটি সময়োপযোগী ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্ভাবন।’ সামিউলের শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষক প্রভাষক মোরল মুশফিকুর রহমান বলেন, ‘ছাত্রটির মধ্যে শুরু থেকেই প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল। সে নিজের মেধা ও আগ্রহ দিয়েই এই প্রকল্প তৈরি করেছে।’ সামিউল সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের বাসিন্দা। তার বাবা টিপু সুলতান ও মা তাহেরা আক্তার সন্তানের এমন অর্জনে গর্বিত। এই অর্জনে সামিউলকে অভিনন্দন জানিয়েছেন তার শিক্ষক, সহপাঠী, পরিবার ও এলাকাবাসী। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সামিউল দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।