আজ ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল ও দোয়া ঈমান আনার পরে কোরআনের আইন কায়েম করা ফরজ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৮১ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, বিশ্বে অশান্তির মূল কারণ অসৎ নেতৃত্ব। কোরআন ও সুন্নাহর আলোকে সৎ মানুষের শাসন ব্যবস্থা না থাকার কারণে সারা বিশ্বে আজ অশান্তি বিরাজ করছে। অসৎ লোকের নেতৃত্বের কারণে গোটা সমাজে শান্তি নেই। কোরআন—ই আমাদের শান্তির ঠিকানা। ঈমান আনার পরে কোরআনের আইন কায়েম করা ফরজ। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আয়োজনে নিউমার্কেট চত্বরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, সাবেক চেয়ারম্যান শহিদ হাসান, শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, মাওলানা মুস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী মাষ্টার বদিউজ্জামান, অ্যাডভোকেট আবু তালেব, আমিরুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলে জেলার শীর্ষ রাজনৈতিক নেতা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, পেশাজীবী, শিক্ষাবিদ, কবি—সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের অংশী—জনদের উপস্থিতিতে সাতক্ষীরা নিউমার্কেট চত্বর কানায় কানায় ভরে যায়। ইফতার মাহফিলে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে আন্দোলন করে আসছে। সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং একটি উন্নত সমৃদ্ধশালী সুখী শান্তিময় বাংলাদেশ কায়েম করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি। মহান স্বাধীনতার সুফল যাতে বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে সেজন্য সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান বক্তারা।

কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ফিলিস্তিনের মানুষের উপর আজ বর্বর নির্যাতন চালানো হচ্ছে। ফিলিস্তিনের নারী, শিশু ও বৃদ্ধরা নির্মম নির্যাতনের শিকার। ফিলিস্তিনে চলছে গণহত্যা। এই গণহত্যা চালাচ্ছে বিশ্ব মানবতার দুশমন ইসরায়েল। বক্তরা বলেন,স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর কেটে গেছে, বহুবার ক্ষমতার হাত বদল হয়েছে, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম তা আজ পূরণ হয়নি। কেন তা পূরণ হয়নি তা বিশ্লেষণের অবকাশ নেই।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল ও দোয়া ঈমান আনার পরে কোরআনের আইন কায়েম করা ফরজ

আপডেট টাইম : ১০:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, বিশ্বে অশান্তির মূল কারণ অসৎ নেতৃত্ব। কোরআন ও সুন্নাহর আলোকে সৎ মানুষের শাসন ব্যবস্থা না থাকার কারণে সারা বিশ্বে আজ অশান্তি বিরাজ করছে। অসৎ লোকের নেতৃত্বের কারণে গোটা সমাজে শান্তি নেই। কোরআন—ই আমাদের শান্তির ঠিকানা। ঈমান আনার পরে কোরআনের আইন কায়েম করা ফরজ। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আয়োজনে নিউমার্কেট চত্বরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, সাবেক চেয়ারম্যান শহিদ হাসান, শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, মাওলানা মুস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী মাষ্টার বদিউজ্জামান, অ্যাডভোকেট আবু তালেব, আমিরুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলে জেলার শীর্ষ রাজনৈতিক নেতা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, পেশাজীবী, শিক্ষাবিদ, কবি—সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের অংশী—জনদের উপস্থিতিতে সাতক্ষীরা নিউমার্কেট চত্বর কানায় কানায় ভরে যায়। ইফতার মাহফিলে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে আন্দোলন করে আসছে। সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং একটি উন্নত সমৃদ্ধশালী সুখী শান্তিময় বাংলাদেশ কায়েম করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি। মহান স্বাধীনতার সুফল যাতে বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে সেজন্য সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান বক্তারা।

কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ফিলিস্তিনের মানুষের উপর আজ বর্বর নির্যাতন চালানো হচ্ছে। ফিলিস্তিনের নারী, শিশু ও বৃদ্ধরা নির্মম নির্যাতনের শিকার। ফিলিস্তিনে চলছে গণহত্যা। এই গণহত্যা চালাচ্ছে বিশ্ব মানবতার দুশমন ইসরায়েল। বক্তরা বলেন,স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর কেটে গেছে, বহুবার ক্ষমতার হাত বদল হয়েছে, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম তা আজ পূরণ হয়নি। কেন তা পূরণ হয়নি তা বিশ্লেষণের অবকাশ নেই।