আবু সাঈদ, সাতক্ষীরা: বৃহস্পতিবার পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ, সাতক্ষীরার আয়োজনে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃরোকেয়া আখতার, সভানেত্রী,পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),সাতক্ষীরা। পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন পুলিশ অফিস ক্রিকেট একাদশ বনাম রিজার্ভ অফিস/মোটরযান শাখা ক্রিকেট একাদশ। রিজার্ভ অফিস/মোটরযান শাখা ক্রিকেট একাদশকে ৭ উইকেটে হারিয়ে পুলিশ অফিস একাদশ চ্যাম্পিয়ন হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ ইমরান হোসেন বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), সাতক্ষীরা সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।